Headlines

PBI
FAQ
Home/
প্রশ্ন-১. পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কি ? এর কাজ কি?

উত্তরঃ পুলিশ ব্যুরাো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর স্বতন্ত্র তদন্ত সংস্থা যা দ্রুততম সময়ে গ্রহনযোগ্য এবং বস্তুনিষ্ঠ তদন্ত নিশ্চিত করবে। এর পাশাপাশি পিবিআই তার অধিক্ষেত্রে অপরাধ সংশ্লিষ্ট তথ্য ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণ করার কাজও করবে।

প্রশ্ন-২. পিবিআই গঠনের উদ্দেশ্যে কি ?

উত্তরঃ থানায় কর্মরত পুলিশ সদস্যদের একই সাথে মামলা তদন্ত, সমন জারী, সাক্ষী হাজিরা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, গনজমায়েত ও অনুষ্ঠানস্থলের নিরাপত্তা প্রদান, ভিআইপি প্রটেকশন ডিউটি, সেন্ট্রি ডিউটি, অপরাধ প্রতিরোধ ও প্রশাসনিক দায়িত্বসহ অনেক ধরণের পেশাগত দায়িত্ব পালন করতে হয়। পেশাগত নানাবিধ কর্মকান্ডে ব্যস্ত থাকার কারণে মামলা তদন্তকারী কর্মকর্তাগণ ক্ষেত্রবিশেষে মামলা তদন্তে প্রত্যাশিত গুরুত্ব ও মনোনিবেশ করতে পারেন না। ফলস্বরূপ মামলায় ক্ষতিগ্রস্ত পক্ষের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি ও ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশংকা দেখা দেয়।

এছাড়া আধুনিককালে বিশেষ ধরনের অপরাধের ঘটনা বৃদ্ধির সাথে সাথে মামলা তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটন অত্যন্ত জটিল ও দুরূহ হয়ে পড়েছে। অপরাধের ঘটনায় নতুন নতুন মাত্রা যুক্ত হওয়ায় জটিলতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রচুর মামলা রয়েছে। এসব কারণে বর্তমানে তদন্তাধীন মামলার আধিক্য কমানোর জন্য পিবিআই এর প্রয়োজন।

পিবিআই মামলা রুজু হওয়ার সাথে সাথেই তদন্তভার গ্রহণ করবে। সিআইডি তার বিদ্যমান কেন্দ্রীভূত ব্যবস্থাপনার মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম সম্পাদন করে থাকে। অন্যদিকে পিবিআই-এর কার্যক্রম সমগ্র দেশব্যাপী বিস্তৃত হবে। এর ফলে ক্রমান্বয়ে অধিকাংশ মামলার তদন্ত প্রত্যাশিত মান সম্পন্ন হবে। প্রকৃতপক্ষে মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে ধাপে ধাপে সারা দেশে রুজুকৃত সকল মামলার বড় একটি অংশ পিবিআই এর মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এ জাতীয় সংগঠনের অস্তিত্ব প্রতিবেশী দেশেও রয়েছে। যেমন- পার্শ্ববর্তী দেশেও সিআইডি'র পাশাপাশি সিবিআই (CBI) নামে তদন্ত ইউনিট রয়েছে।

ডিবি হচ্ছে গোয়েন্দা সংস্থা যা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বা জেলা পুলিশ সুপারের নিজস্ব গোয়েন্দা সংস্থা যার কাজ সংশ্লিষ্ট মেট্রোর থানা ও জেলার থানার কাজকে ত্বরান্বিত করা। সেক্ষেত্রে ডিবি ইনটেলিজেন্স সংগ্রহের পাশাপাশি তদন্তও করে থাকে। অপর দিকে পিবিআই একটি পৃথক স্বয়ং সম্পূর্ণ তদন্ত সংস্থা যা সারাদেশ ব্যাপী এক কমান্ডে পরিচালিত।

আধুনিক ব্যবস্থাপনায় বর্তমানে বলবৎ যে কোন তদন্ত সংস্থার Capacity Building এর চেয়ে নতুন করে সৃষ্ট তদন্ত সংস্থা অধিকতর কার্যকর এবং ফলপ্রসূ। সুতরাং, নবসৃষ্ট পিবিআই তদন্তের ক্ষেত্রে অধিকতর কার্যকর হবে বলে প্রতীয়মান হয়।

প্রশ্ন-৩. PBI এর কার্যক্রমে সুফল কি কি ?

উত্তরঃ
  • তদন্তের গুণগত মান বৃদ্ধি পাবে।
  • দ্রুত ও ন্যূনতম সময়ে মামলা তদন্ত শেষ হবে।
  • মামলা তদন্ত কার্যক্রমের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।
  • জেলা পুলিশ, সিআইডি ও অন্যান্য তদন্তকারী সংস্থার উপর কাজের চাপ কমবে।
  • তদন্তাধীন মামলার জট কমবে।
  • মামলার দন্ড প্রদানের হার (Conviction Rate) বৃদ্ধি পাবে।
  • ন্যায়বিচার নিশ্চিত হবে।

প্রশ্ন-৪.বলা হচ্ছে PBI প্রযুক্তি নির্ভর স্বতন্ত্র ইউনিট-এর পিছনে যৌক্তিকতা আছে কি ?

উত্তরঃ আছে। পিবিআই তদন্তের সাথে সম্পর্কিত Sophisticated Equipment সংগ্রহ করেছে। Forensic Analysis, Cyber Crime & IT Forensic সংক্রান্ত সর্বাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং এসব উন্নত যন্ত্রপাতি ব্যবহারের জন্য পিবিআই সদস্যদের যথাযথ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং যেসব নবাগত পুলিশ সদস্য পিবিআই এ যোগদান করছেন তাদেরকে এসব প্রযুক্তি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়ার জন্য নিয়মিত প্রশিক্ষণ চলছে।

মামলার হালনাগাদ তথ্য নির্ধারিত ছক অনুযায়ী ডিজিটাল সিস্টেমে আনা হয়েছে। দেশের যে কোন প্রান্তের মামলার হালনাগাদ অবস্থা অবহিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দূরে। অবস্থান করেও যেন প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশ্ন-৫, CBT, FBI I PBI এর মধ্যে সম্পর্ক বা পার্থক্য কি?

উত্তরঃ CB1 ইন্ডিয়ান দন্ডবিধির অন্তর্ভুক্ত Serious, Sensational এবং Organized Crime সংক্রান্ত মামলা তদন্ত করার পাশাপাশি অর্থনৈতিক অপরাধ ও দুর্নীতি দমন অপরাধের মামলা তদন্ত করে। আমেরিকান সংস্থা FBI ঘুষ, সাইবার ক্রাইম, মাদক পাচার, অর্থনৈতিক ও হোয়াইট কালার ক্রাইম, অপহরণ এবং Organized Crime এর তদন্ত করার পাশাপাশি বিমান হাইজ্যাক, আন্তর্জাতিক গোয়েন্দাগিরি, সন্ত্রাসী কর্মকান্ড ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধমূলক ঘটনার তদন্ত করে থাকে। অপর দিকে PBI খুন, ডাকাতি ও খুনসহ ডাকাতি, ধর্ষণ, অস্ত্র মামলা, মাদক দ্রব্য সংক্রান্ত মামলা, এসিড সংক্রান্ত মামলা, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ, সাইবার ক্রাইম, মানব পাচার, পর্নোগ্রাফি, অর্থ সংক্রান্ত মামলা, চোরাচালান ও কালোবাজারি, কপিরাইট আইনের মামলা, অপহরণ ও মুক্তিপণ, খাদ্য, পানীয়, ঔষধ ও প্রসাধনী দ্রব্যে ভেজাল সংক্রান্ত মামলা তদন্ত করবে।

প্রশ্ন-৬. PBI অপারেশনাল কাজ করবে কিনা?

উত্তরঃ পিবিআই মামলার তদন্তের সাথে সংশ্লিষ্ট আসামী গ্রেফতার, মালামাল উদ্ধার বা আলামত সংগ্রহ সংক্রান্ত প্রয়োজনীয় অপারেশনাল কাজ করবে। কিন্তু মামলার তদন্তের সাথে সংশ্লিষ্ট নয় এরূপ কোন অপারেশনাল কাজ পিবিআই করবে না।

প্রশ্ন-৭, PBI কি তার তফসিলভূক্ত সকল মামলা তদন্ত করবে ?

উত্তরঃ পিবিআই তার নিজস্ব বিধিমালা অনুসারে তফসিলভূক্ত সকল ধরণের মামলা তদন্ত করবে। তবে জনবল ও সম্পদের অপ্রতুলতা বিবেচনায় পিবিআই তফসিলভূক্ত মামলা সমূহ হতে গুরুত্ব বিবেচনায় নির্বাচিত মামলাসমূহ তদন্ত করবে। এক্ষেত্রে তফসিলভূক্ত অবশিষ্ট মামলাসমূহ প্রচলিত নিয়ম অনুসারে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ অথবা পুলিশের সংশ্লিষ্ট ইউনিট তদন্ত করবে।

প্রশ্ন-৮, PBI মামলা তদন্ত ছাড়া আর কোন কাজ করবে কি ?

উত্তরঃ মামলা তদন্ত ছাড়াও পিবিআই তদন্ত সম্পর্কিত ইন্টেলিজেন্স (intelligence) সংগ্রহ করবে এবং পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের তদন্ত সংক্রান্তে প্রশিক্ষণ প্রদান করবে। তাছাড়া রিট পিটিশন, নারাজী দরখাস্ত, রিভিউ ইত্যাদি বিষয় সংক্রান্ত জটিলতা নিষ্পত্তির ব্যাপারে অত্র সংস্থা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

প্রশ্ন-৯. PBI তফসিলভূক্ত কোন মামলা পিবিআই তদন্ত করবে, আর কোন মামলা জেলা পুলিশ তদন্ত করবে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কার ?

উত্তরঃ পিবিআই এর বিভাগীয় প্রধানের সম্মতিক্রমে পিবিআই এর জেলা প্রধান একটি নির্ধারিত ফরমে পুলিশ কমিশনার/পুলিশ সুপারকে পিবিআই এর তফসিলভূক্ত মামলা তদন্ত করার বিষয়ে অনুরোধ করলে অনতিবিলম্বে পুলিশ কমিশনার/পুলিশ সুপার পিবিআই এর নিকট মামলা হস্তান্তর করবেন, এক্ষেত্রে কোন সংশয় দেখা দিলে আই জি পি’র সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রশ্ন-১০, PBI কি CID এর মতো পুরাতন মামলা তদন্ত করবে ?

উত্তরঃ না। যেহেতু প্রতিটি জেলা সদরে পিবিআই এর একটি ইউনিট থাকবে এবং PBI এর বিধি মোতাবেক কোন থানায় পিবিআই সিডিউলভূক্ত মামলা রুজু হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ওসি কর্তৃক পিবিআই জেলা প্রধানকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে, সেহেতু সংশ্লিষ্ট জেলাধীন যে কোন থানায় পিবিআই সিডিউলভূক্ত মামলা রুজু হওয়ার সাথে সাথে PBI তা গ্রহন করতে পারবে।

প্রশ্ন-১১. PBI জেলা পুলিশের অধীনে কাজ করবে কিনা ? না করলে পেশাগত কাজে জেলা পুলিশের সাথে কোন জটিলতা সৃষ্টি হতে পারে কি না ?

উত্তরঃ না। মামলা নেওয়ার ক্ষেত্রে জেলা পুলিশের সাথে PBI এর জটিলতা সৃষ্টির কোন অবকাশ নেই। পিবিআই বিধিমালা অনুসারে পিবিআই এর বিভাগীয় প্রধানের সম্মতিক্রমে পিবিআই এর জেলা প্রধান একটি নির্ধারিত ফরমে পুলিশ কমিশনার/পুলিশ সুপারকে পিবিআই এর তফসিলভূক্ত কোন মামলা তদন্ত করার বিষয়ে অনুরোধ করলে অনতিবিলম্বে পুলিশ কমিশনার/পুলিশ সুপার পিবিআই এর নিকট মামলা হস্তান্তর করবেন। এক্ষেত্রে কোন সংশয় বা জটিলতা দেখা দিলে আই জি পি’র সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রশ্ন-১২. PBI এর সদস্যদের ক্ষেত্রে Internal Vigilance থাকবে কি ?

উত্তরঃ পিবিআই এ কর্মরত কোন পুলিশ সদস্যের হাতে যাতে কেউ হয়রানির শিকার না হন কিংবা তাদের পেশাগত কাজে যাতে কোন প্রকার নৈতিক বিচ্যুতি না ঘটে সে লক্ষ্যে পিবিআই-এ একটি শক্তিশালী internal oversight unit কাজ করবে যা পিবিআই সদস্যদের পেশাগত কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করবে।

প্রশ্ন-১৩. PBICID কর্তৃক তদন্তযোগ্য তফসিলভূক্ত মামলা কী কী?

পিবিআই এর তফসিলভূক্ত মামলা সমূহঃ
১.খুন
২.ডাকাতি ও খুনসহ ডাকাতি
৩.ধর্ষণ ৪.অত্র মামলা।
৫.মাদক দ্রব্য সংক্রান্ত মামলা
৬.বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত মামলা
৭.সাইবার ক্রাইম।
৮.প্রতারণা ও অপরাধজন বিশ্বাস ভঙ্গ
৯,সাইবার ক্রাইম
১০.মানব পাচার
১১.পর্নোগ্রাফি
১২.অর্থ সংক্রান্ত মামলা
১৩.চোরাচালান ও কালোবাজারি
১৪. কপিরাইট আইনের মামলা
১৫.অপহরণ ও মুক্তিপণ
১৬.খাদ্য, পানীয়, ঔষধ ও প্রসাধনী দ্রব্যে ভেজাল সংক্রান্ত মামলা
সিআইডি এর তফসিলভূক্ত মামলা সমূহঃ
১.ডাকাতি
২.মহাসড়ক, রেলগাড়ি ও ডাকে দস্যুতা
৩.মুদ্রা অথবা প্রচলিত স্ট্যাম্প জাল করণ, সরকারী টাকা বা বচন পত্র জালকরণ এবং এগুলো তাদের নিকট আছে বলে প্রচারণা
৪.মাদক সেবন অথবা বিষ প্রয়োগ
৫.প্রতারণা
৬.লাভের জন্য খুন
৭.মারাত্মক ধরনের বীমা প্রতারণা
৮.ব্যাংক প্রতারণার মামলাসমূহ
৯.পেশাদার অপরাধী কর্তৃক নারী ও শিশু পাচার
১০.মাদকদ্রব্য অপব্যবহার সংক্রান্ত অপরাধ।
১১.মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ
১২.পুরাকীর্তি চোরাচালান সংক্রান্ত অপরাধসমূহ
১৩.অপরাধী দল ও পেশাদার অপরাধী কর্তৃক কোন দলিল জালকরণ সংক্রান্ত অপরাধ
১৪.পেশাদার অপরাধী কর্তৃক প্রতারণার মাধ্যমে ভূয়া নিয়োগ সংক্রান্ত অপরাধ।


প্রশ্ন-১৪.PBI এর জেলা অফিসে মালখানা,হাজতখানা ও ইন্টারোগেশন রুম থাকবে কিনা ?

উত্তরঃ থাকবে।

প্রশ্ন-১৫. খাদ্যে ভেজাল PBI এর সিডিউলভূক্ত মামলা-এ ক্ষেত্রে PBI অফিসে খবর এলো বাজারে ভেজালযুক্ত খাদ্য বিক্রি হচ্ছে। (ক) এক্ষেত্রে PBI কি করবে ? (খ) PBI কি খাদ্যে ভেজাল সংক্রান্ত মোবাইল কোর্টে কাজ করবে ?

উত্তরঃ PBI যেহেতু খাদ্যে ভেজাল সংক্রান্ত মামলা তদন্ত করবে, তাই পিবিআই খাদ্যে ভেজাল সংক্রান্ত ইনটেলিজেন্স সংগ্রহ করবে এবং ভেজাল খাদ্যের বিশ্বস্ত তথ্য পাওয়া গেলে পিবিআই অপারেশন চালাবে। তবে এক্ষেত্রে পিবিআই থানা পুলিশকে সঙ্গে নিবে।

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ PBI এর কাজ নয়। মোবাইল কোর্টে মেট্রোপলিটন/জেলা পুলিশ কাজ করে। পিবিআই পুলিশ খাদ্যে ভেজাল সংক্রান্ত মোবাইল কোর্টে থাকবে না।